Indian oil | বজবজে ব্যাপক উত্তেজনা, সিলিন্ডারের ‘ক্যাপ’ খুলে ‘ডেডলি প্রোটেস্ট’, গ্রেপ্তার ৯০ বিক্ষোভকারী

বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের চালক ও খালাসিরা মঙ্গলবার সন্ধ্যায় বজবজ-পূজালি রোডে এলপিজি সিলিন্ডারের ‘ক্যাপ’ খুলে বিক্ষোভ দেখাতে থাকেন।
ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বজবজ। ড্রাইভার ও খালাসিদের বকেয়া মজুরি টাকা আটকে রাখার অভিযোগ করেছে কনট্রাক্টরদের বিরুদ্ধে। এর জেরে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের চালক ও খালাসিরা মঙ্গলবার সন্ধ্যায় বজবজ পূজালি রোডে এলপিজি সিলিন্ডারের ‘ক্যাপ’ খুলে বিক্ষোভ দেখাতে থাকেন। বড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিতেই এলাকায় পৌঁছয় বজবজ থানার পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী। ঘটনাস্থলে নামানো হয় র্যাফ। এ ঘটনায় এখনও অবধি ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিক্ষোভ