Andhra Pradesh | হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্কুলের দেওয়াল! অন্ধ্রপ্রদেশে চাপা পড়ে মৃত্যু ৫ বছরের স্কুল পড়ুয়ার, জখম ১০
Monday, September 15 2025, 4:35 pm

স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৫ বছরের এক স্কুল পড়ুয়ার। গুরুতর জখম ১০ জন।
দেওয়াল চাপা পড়ে ছাত্রমৃত্যুই যেন ভারতে ‘নিউ নর্মাল’! সোমবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলের কাবাডি স্ট্রিটের কীর্তি ইংলিশ মিডিয়াম স্কুলের একপাশের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ৫ বছরের এক স্কুল পড়ুয়ার। গুরুতর জখম হয় আরো ১০ পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, দেরিতে আসায় এদিন শাস্তিস্বরূপ ছাত্রছাত্রীদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে। শিক্ষক শিক্ষিকারাই উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে পৌঁছয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ।
- Related topics -
- দেশ
- অন্ধ্রপ্রদেশ
- স্কুল
- বেসরকারি স্কুল
- আহত
- নিহত
- ছাত্র মৃত্যু
- মৃত্যু