আন্তর্জাতিক

America | উত্তর ক্যারোলিনার পার্টিতে ফের বন্দুকবাজের হামলা, মৃত ২, পলাতক আততায়ী

America | উত্তর ক্যারোলিনার পার্টিতে ফের বন্দুকবাজের হামলা, মৃত ২, পলাতক আততায়ী
Key Highlights

উত্তর ক্যারোলিনায় সপ্তাহান্তের একটি পার্টিতে বন্দুকবাজের হামলা। শনিবারের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

অস্ত্র আইন নিয়ে আমেরিকায় জোরদার বিতর্ক চলছে। এরই মাঝে শনিবারে ফের বন্দুক চালালো অজ্ঞাতপরিচয় আততায়ী। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ক্যারোলিনা সীমান্তের কাছে র‍্যালি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঐদিন সপ্তাহান্তের একটি পার্টিতে আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। এঘটনায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি হত্যাকারী বন্দুকবাজের খোঁজ মেলেনি।