Ahmedabad Plane Crash | 'AAIB-র তদন্ত নিরপেক্ষ নয়'- বিমান দুর্ঘটনার আলাদা তদন্তের দাবি তুললো পাইলটদের সংগঠন

পাইলটদের ওই সংগঠনদের সাফ কথা, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) যে তদন্ত করছে, সেটা নিরপেক্ষ নয়।
১২ই জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানযাত্রী এবং সাধারণ মানুষ সহ ২৬০ জনের। এ ঘটনার তদন্ত করছিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) । বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনার দায় বহুলাংশে পাইলটদের। এরপরই পক্ষপাতমূলক তদন্ত করা হয়েছে বলে সুর চড়িয়েছে সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। তাঁদের দাবি প্রাথমিক তদন্ত রিপোর্টে বহু তথ্য গোপন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি করেছে তাঁরা।