Arms Supply | যুদ্ধের জেরে চারিদিকে মৃত্যু, তাও রমরমা অস্ত্র বাজার! অতিরিক্ত ৪.২ শতাংশ অস্ত্র বিক্রি করেছে শখানেক অস্ত্র কোম্পানি
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিউটের সমীক্ষা বলছে, ২০২৩ সালে অতিরিক্ত ৪.২ শতাংশ অস্ত্র বিক্রি করেছে শখানেক অস্ত্র কোম্পানি।
রাশিয়া ইউক্রেন, ইজরায়েল হামাস ছাড়াও একাধিক যুদ্ধ চলছে চারিদিকে। যার জেরে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। কিন্তু এদিকে কমছে না অস্ত্র লেনদেন। বরং জ্বলজ্বল করছে অস্ত্রের বাজার! স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিউটের সমীক্ষা বলছে, ২০২৩ সালে অতিরিক্ত ৪.২ শতাংশ অস্ত্র বিক্রি করেছে শখানেক অস্ত্র কোম্পানি। টাকার অঙ্কে সেই পরিমাণ ৬৩২ বিলিয়ান। SIPRI জানিয়েছে, সবেচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রাশিয়ার সংস্থাগুলি। একা রাশিয়ার সরকারি মালিকানাধীন কোম্পনি রোসটেকের ৪০ শতাংশ বিক্রি বেড়েছে।