Mark Zuckerberg-Biden | ২০২১ সালে কোভিড সংক্রান্ত সবরকম পোস্ট সরিয়ে ফেলতে চাপ'! বাইডেন সরকারের বিরুদ্ধে অভিযোগ জুকারবার্গের
Tuesday, August 27 2024, 1:56 pm

মার্ক জুকারবার্গের দাবি, সরকারের তরফে করোনাকালে এক বছরে ২০ মিলিয়ন পোস্ট মুছে ফেলতে বাধ্য করা হয়।
সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই আবহে জো বাইডেন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। সম্প্রতি এক চিঠিতে জুকারবার্গ লেখেন, ‘২০২১ সালে অতিমারি চলাকালীন বাইডেন প্রশাসনের এক বরিষ্ঠ আধিকারিক ও হোয়াইট হাউসের বেশ কিছু কর্মী আমাদের উপর লাগাতার চাপ সৃষ্টি করে কোভিড-১৯ সংক্রান্ত সবরকম পোস্ট সরিয়ে ফেলার জন্য। এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরই ছিল, তবে তাও বাইডেন-হ্যারিস সরকার আমাদের উপর অন্যায়ভাবে চাপ তৈরি করে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- বাইডেন
- বাইডেন প্রশাসন
- জো বাইডেন
- মার্ক জুকারবার্গ
- মেটা
- করোনা সংক্রমণ
- করোনা পরিস্থিতি
- করোনা ভাইরাস
- কোভিড ১৯