Nation Security | যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় কী কী পোস্ট করবেন না? জাতীয় সুরক্ষার স্বার্থে নির্দেশিকা জারি কেন্দ্রের!

Friday, May 9 2025, 8:17 am
highlightKey Highlights

যুদ্ধের আবহে জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র।


যুদ্ধের আবহে জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, কোনও প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা চলবে না। লাইভ কভারেজ বা সোর্স নির্ভর তথ্য প্রকাশ করলে অপারেশন বিপন্ন হতে পারে, ঝুঁকির মুখে পড়তে পারেন সেনা বা নিরাপত্তারক্ষীরাও। সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে রিপোর্টিংয়ের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File