বাণিজ্য

Diwali Market | বন্যা ঘূর্ণিঝড়ের প্রভাব ফুল ব্যবসায়! কালীপুজোর সময় জবার যোগান নিয়ে আতঙ্কিত ফুল ব্যবসায়ীরা

Diwali Market | বন্যা ঘূর্ণিঝড়ের প্রভাব ফুল ব্যবসায়! কালীপুজোর সময় জবার যোগান নিয়ে আতঙ্কিত ফুল ব্যবসায়ীরা
Key Highlights

কালীপুজো কাছে আসতেই বাজারে বাড়ছে জবা, বেলপাতা, অপরাজিতা ফুলের চাহিদা। কিন্তু ফুলের চাহিদা বাড়লেও বাড়ছে না যোগান!

কালীপুজো কাছে আসতেই বাজারে বাড়ছে জবা, বেলপাতা, অপরাজিতা ফুলের চাহিদা। কিন্তু ফুলের চাহিদা বাড়লেও বাড়ছে না যোগান! বন্যার পর থেকেই জবার কুঁড়ি কিছুটা হলেও কম আসছে কলকাতার ফুল বাজারে। ফুল ব্যবসায়ীদের বক্তব্য, 'প্রতি বছর দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত ফুলের বাজার চাঙ্গা থাকে। কিন্তু ঝড় নিয়ে যা চলছে, তাতে আমরা সবাই আতঙ্কিত। এর প্রভাব এসে পড়েছে ফুলের বাজারে।' ফলে পরিস্থিতি প্রতিকূল হলে, বাজারে ঠিক মতো জবার কুঁড়ি না এলে ফুলের দাম বেশি মাত্রায় বাড়বে।