Iman Chakraborty-Oscar | অস্কারের মঞ্চে ইমন চক্রবর্তীর গান! নমিনেশন পেলো বাংলা গান ‘ইতি মা’
Tuesday, December 3 2024, 12:52 pm
Key Highlightsঅস্কারের মঞ্চে পৌঁছে গেলো ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পীর গান।
বিশ্ব দরবারে বাংলার মুখ উজ্জ্বল করলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। অস্কারের মঞ্চে পৌঁছে গেলো ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পীর গান। এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্য়ালটে রয়েছে। আর সেই তালিকায় রয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’এর জন্য ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি। অত্যন্ত খুশি ইমন জানিয়েছেন, ‘আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে।’
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- ইমন চ্যাটার্জী
- অস্কার মনোনয়ন
- ভাইরাল
- গান

