IIT Baba | ‘ভাইরাল’ হওয়ায় শাস্তি? জুনা আখড়া থেকে বহিষ্কার 'IIT বাবা’

Monday, January 20 2025, 4:37 am
highlightKey Highlights

জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে 'IIT বাবা' ওরফে অভয় সিংহকে।


স্যোশাল মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে বর্তমানে চর্চায় রয়েছেন মহাকুম্ভ মেলার 'IIT বাবা'। কিন্তু শোনা যাচ্ছে, জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে 'IIT বাবা' ওরফে অভয় সিংহকে। আখড়ার প্রধান জানিয়েছেন, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে রীতিমতো গালিগালাজ করার অভিযোগে আখড়া থেকে 'IIT বাবা'কে বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় জুনা আখড়া কমিটি। সূত্রে খবর, আখড়ার চৌহদ্দিতে প্রবেশের অনুমতি পাবেন না তিনি। অবশ্য অনেকের বক্তব্য, কুম্ভে অত্যাধিক খ্যাতি ও প্রচার পেয়েছেন 'IIT বাবা', আর সেটা মানতে না পেরেই এই সিদ্ধান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File