চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি IFA, ত্রাতার ভূমিকায় সচিব জয়দীপ মুখোপাধ্যায়
Saturday, June 19 2021, 7:45 am
Key Highlightsআর্থিক সঙ্কটের মুখোমুখি হল আইএফএ। প্রায় একবছর কোনও স্পনসর পাওয়া যায়নি, যার ফলে করা যাচ্ছে না কোনও টুর্নামেন্ট। কর্মীদের বেতন দিতে পারলেও বাকি আনুষাঙ্গিক খরচ চালানো অসম্ভব হয়ে যাবে আইএফএ-র পক্ষে। আইএফএ-কে এই পরিস্থিতির থেকে বাঁচাতে উদ্যোগী হলেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। বুধবার এই সমস্যার সমাধানের জন্য আইএফএ কর্তারা একটি বৈঠকের আয়োজন করেন। সেখানে স্বয়ং ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হলেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
- Related topics -
- খেলাধুলা
- আইএফএ
- জয়দীপ মুখোপাধ্যায়

