AIFF-IFA | 'চরম বিশৃঙ্খলা'- সন্তোষ ট্রফি নিয়ে AIFF-কে কড়া চিঠি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের

Saturday, January 31 2026, 3:54 pm
AIFF-IFA | 'চরম বিশৃঙ্খলা'- সন্তোষ ট্রফি নিয়ে AIFF-কে কড়া চিঠি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের
highlightKey Highlights

সন্তোষ ট্রফির আয়োজন ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ তুলে এ বার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-কে কড়া চিঠি দিল ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)।


অসমে আয়োজিত চলতি সন্তোষ ট্রফির সূচি ও যাতায়াতের পরিকল্পনায় অসন্তুষ্ট ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। এ বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)কে কড়া চিঠি পাঠালো IFA। IFA সচিব অনির্বাণ দত্তের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, দলগুলিকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ম্যাচ খেলতে যেতে হচ্ছে। মাঠে পৌঁছতেই লেগে যাচ্ছে আড়াই ঘণ্টার বেশি সময়। একদিনের ব্যবধানে ম্যাচ থাকায় পর্যাপ্ত বিশ্রাম ও রিকভারির সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। ফুটবলাররা শারীরিক ও মানসিক ভাবে মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন বলেই অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File