কলকাতা লিগ এবার বয়সভিত্তিক, IFA-র নজিরবিহীন সিদ্ধান্ত

Thursday, March 25 2021, 1:36 pm
কলকাতা লিগ এবার বয়সভিত্তিক, IFA-র নজিরবিহীন সিদ্ধান্ত
highlightKey Highlights

কলকাতা লিগের তৃতীয় থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত এবার বয়সভিত্তিক লিগ চালু করার সিদ্ধান্ত নিল IFA। সোমবার এই তিন ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন IFA-র নবনিযুক্ত সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকে নতুন মরশুমে বয়সভিত্তিক লিগ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত বিভিন্ন ক্লাবে বেশি বয়সের ফুটবলার আর খেলতে পারবেন না। এই সিদ্ধান্তকে 'টিম IFA-র ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File