SpaceX । NASA ব্যর্থ হলে সুনীতাদের মহাকাশ থেকে পৃথিবীতে ফেরাবে ইলন মাস্কের SpaceX? আগামীকাল বার্তা পাঠাবেন উইলিয়ামসরা!
Tuesday, July 9 2024, 1:08 pm
Key Highlights
Boeing Starliner যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইলন মাস্কের SpaceX সংস্থাকে সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে বলে খবর।
এখনও মহাকাশেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আগামী ১০ জুলাই রাত ৮.৩০টা নাগাদ পৃথিবীবাসীর উদ্দেশে সুনীতা সরাসরি বার্তা পাঠাবেন। তবে কবে পৃথিবীতে ফিরবেন তারা সেই নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এক্ষেত্রে NASA-র তরফে নির্দিষ্ট করে কিছু জানানো না হলেও, Boeing Starliner যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইলন মাস্কের SpaceX সংস্থাকে সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে বলে জল্পনা তৈরী হয়েছে।