দেশ

PM Modi | 'টিম ইন্ডিয়া'র মতো একজোটে কেন্দ্র এবং রাজ্য কাজ করলে সব লক্ষ্যপূরণ সম্ভব, বললেন প্রধানমন্ত্রী

PM Modi | 'টিম ইন্ডিয়া'র মতো একজোটে কেন্দ্র এবং রাজ্য কাজ করলে সব লক্ষ্যপূরণ সম্ভব, বললেন প্রধানমন্ত্রী
Key Highlights

নীতি আয়োগের বৈঠকে তিনি বললেন, টিম ইন্ডিয়ার মতোই কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়।

শনিবার অনুষ্ঠিত হলো নীতি আয়োগের দশম পরিচালন পরিষদের বৈঠক। এবারের পরিচালন পরিষদের বৈঠকের থিম ছিল “বিকশিত রাজ্য বিকশিত ভারত@২০৪৭”। নীতি আয়োগের এক্স হ্যান্ডেল বলছে বৈঠকের শেষে মোদী বলেছেন “আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং সমস্ত রাজ্য একজোট হয় এবং টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়।” মোদি আরো বলেন, “বিকশিত ভারত প্রতিটি ভারতীয়ের লক্ষ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হবে, তখন ভারতও বিকশিত হবে। এটাই ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা।”