কাগুজে চালানের পরিবর্তে এবার ই-চালানে জরিমানা আদায় করবে রাজ্য পুলিশ

Monday, October 4 2021, 12:13 pm
highlightKey Highlights

‘ট্র্যাফিক অ্যাক্টস’ বা যান আইন ভাঙলে এত দিন রাজ্য পুলিশ কাগুজে চালানেই জরিমানা করত। সেই নিয়ম এবার বন্ধ করে যান আইন ভঙ্গকারীদের জরিমানা আদায়ের ক্ষেত্রে চালু করা হচ্ছে ই-চালান। ই-চালানের ক্ষেত্রে গাড়ির মালিক বা চালকের মোবাইলে এসএমএস করে চালান পাঠানো হবে। কাগজের চালানের ই-চালানে সব তথ্য থাকবে এবং তার পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্কও থাকবে বলে জানান রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File