SSC | নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ!
Thursday, July 10 2025, 2:45 pm

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। SSCর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা। এদিন আদালতে সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশমতো নিয়োগ প্রক্রিয়া থেকে ‘চিহ্নিত অযোগ্য’দের বাদ দিতে হবে। যদি কোনও নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’ ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন বিচারপতি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট