বিনোদন

CID Returns । অপরাধজগৎকে ধ্বংস করতে আজ থেকেই রুপোলি পর্দায় ফিরছে CID! প্রোমো রিলিজ হতেই নস্টালজিক দর্শকরা

CID Returns । অপরাধজগৎকে ধ্বংস করতে আজ থেকেই রুপোলি পর্দায় ফিরছে CID! প্রোমো রিলিজ হতেই নস্টালজিক দর্শকরা
Key Highlights

১৯৯৮ থেকে ২০১৮ সাল অবধি সম্প্রচারিত হওয়া আইকনিক ক্রাইম শো CID ফিরছে টেলিভিশনের পর্দায়। আজ থেকে টেলিভিশনের পর্দায় ফের শুরু হয়েছে এই শোটি।

৬ বছর পর,আইকনিক ক্রাইম শো CID ফিরছে নয়া অবতারে। সম্প্রতি সমাজমাধ্যমে নতুন টিজার পোস্ট করে নির্মাতারা জানিয়েছেন, আজ, ২৬ শে অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় ফের শুরু হচ্ছে এই শোটি। আগের মতো নতুন শো'তেও থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তবের মতো পুরোনো কলাকুশলীরা। টিজারে দেখা যাচ্ছে এসিপি প্রদ্যুম্নকে, ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই ক্লাসিক মিউজিক। আর তাতেই মজেছেন CID ফ্যানেরা। প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০১৮ সাল অবধি সম্প্রচারিত হওয়া এই শোটি বহুল জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।