Champions Trophy | হাইব্রিড মডেলে রাজি না হলে পাকিস্তানকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! বৈঠকে সাফ জানিয়ে দিলো ICC

Saturday, November 30 2024, 8:47 am
highlightKey Highlights

যদি পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে না রাজি হয় তাহলে তাদেরকে ছাড়াই চ‌্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং সেটাও হবে অন্য দেশে!


চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় আয়োজিত হবে সে নিয়ে এখনও চলছে বিতর্ক। এবার এই নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলো আইসিসি। শুক্রবার আইসিসি বোর্ড বৈঠকে পিসিবির চেয়ারম্যানকে বলে দেওয়া হল, যদি পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে না রাজি হয় তাহলে তাদেরকে ছাড়াই চ‌্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং সেটাও হবে অন্য দেশে! এছাড়াও পিসিবি প্রধানকে জানানো হয়, যদি তাঁরা হাইব্রিড মডেলে রাজি থাকেন, তা হলেই একমাত্র আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য আজ, শনিবার সেই বৈঠকের খসড়া নির্ধারিত করা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File