আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার ঋষভ পন্থকে অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি প্রদান
Monday, February 8 2021, 3:59 pm
Key Highlights
গত জানুয়ারি মাসে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারে সম্মানিত করল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সিডনি টেস্টে ৯৭ এবং ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। তাঁর দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-১ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান এসেছিল পন্থের ব্যাট থেকেই।আইসিসি এই পুরস্কার প্রথম চালু করল। আর প্রথম প্লেয়ার হিসেবে এই সম্মান পেলেন পন্থ। পুরস্কারের ঘোষণা করে এক প্রেস বিবৃতিতে আইসিসি বলেছে, ২০২১-এর জানুয়ারির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’-এর পুরস্কার জিতেছেন ভারতের ঋষভ পন্থ।
- Related topics -
- খেলাধুলা
- আইসিসি
- অস্ট্রেলিয়া
- ঋষভ পন্থ