ICC Men's Cricket World Cup | পিচ শুকোতে আন্তর্জাতিক ODI-এর ক্রিকেট মাঠে আগুন জ্বাললো কতৃপক্ষ
Saturday, August 30 2025, 5:06 pm

এই 'দেশি জুগাড়'-এর পদ্ধতি যদিও মাঠের জল শুকনো করতে কিছুটা সাহায্য করেছিল, কিন্তু শেষমেশ ম্যাচ বাতিলই হয়ে যায়।
কিং সিটি (NW)এর মেপল লিফ নর্থ-ওয়েস্ট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২এর ৮০তম ম্যাচটি। নামিবিয়া ও স্কটল্যান্ডের জন্য বিশ্বকাপের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল এই ম্যাচে। হঠাৎ মাঠ বিভ্রাট। নামলো প্রবল বৃষ্টি। বৃষ্টি থেমে যাওয়ার পরেও মাঠের আউটফিল্ড অত্যন্ত ভিজে ছিল। পিচ শুকোনোর জন্যে গ্রাউন্ড স্টাফেরা পিচের উপর আগুন জ্বালিয়ে দেন! ঘটনাটি এক মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মজা করে লেখেন, 'Fire in the pitch, not in the game!’
- Related topics -
- খেলাধুলা
- আইসিসি
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট