Youth Olympic | ইয়ুথ অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে হাত মেলাতে পারে ICC
ইয়ুথ অলিম্পিক্সে ক্রিকেটের প্রবেশ ঘটাতে চেষ্টা শুরু করল আইসিসি।
ইয়ুথ অলিম্পিক্সে ক্রিকেটের প্রবেশ ঘটাতে চেষ্টা শুরু করল আইসিসি। ২০৩০ সালে ইয়ুথ অলিম্পিক্স হবে। জানা গিয়েছে, সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে হাত মেলাতে পারে আইসিসি। আইসিসির পক্ষ থেকে এক কর্তা জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে ভাবনাচিন্তা করছেন। আইসিসি জানিয়েছে ২০৩০ সালে মুম্বইতে ইয়ুথ অলিম্পিক্স হলে সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত করা ভালো সিদ্ধান্ত। গত বছর ভারত সরকার জানিয়েছিল তারা ২০৩০ সালের ইয়ুথ অলিম্পিক্সের জন্য বিড করবে। ২০৩৬ সালের অলিম্পিক্সের জন্যও বিডের ইচ্ছাপ্রকাশ করা হয়।