খেলাধুলা

T20 World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আগে নয়া নিয়ম চালু করলো ICC! এবার আর পরীক্ষামূলক ভিত্তিতে নয়, বাধ্যতামূলক করা হচ্ছে স্টপ ক্লক!

T20 World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আগে নয়া নিয়ম চালু করলো ICC! এবার আর পরীক্ষামূলক ভিত্তিতে নয়, বাধ্যতামূলক করা হচ্ছে স্টপ ক্লক!
Key Highlights

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আগে পরীক্ষামূলক ভিত্তিতে নয়, বাধ্যতামূলক করা হচ্ছে স্টপক্লক। আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হচ্ছে রিজার্ভ ডে।

আর মাস কয়েক পরেই জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। এই আবহে শুক্রবার দুবাইতে তাদের বার্ষিক বোর্ড সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)।  যার মধ্যে একটি হল টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। এছাড়াও স্টপ ক্লক বাধ্যতামূলক করা হচ্ছে!

টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে:

আইসিসি শুক্রবার দুবাইতে তাদের বার্ষিক বোর্ড সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হচ্ছে। একাধিক সময়ে রিজার্ভ ডে না থাকার জন্য এই ধরণের টুর্নামেন্টে যুগ্মবিজয়ী ঘোষণা করতে হয়। এবার সেই ধরণের কিছু না হয় তাই আগামা এই সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসি।

বাধ্যতামূলক স্টপ ক্লক :

সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচে ওভারের মধ্যে স্টপ-ক্লক ব্যবহার বাধ্যতামূলক করেছে আইসিসি। ফলে বোর্ড পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T20 World Cup) খেলার নীতিতেও অনুমোদন দিয়েছেন। পাশাপাশি ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতার প্রক্রিয়ার  ঘোষণা করেছে। পুরুষদের সাদা বলের ক্রিকেটে ট্রায়াল করা স্টপ ক্লক নিয়ম অনুসারে, ফিল্ডিং পক্ষ পূর্ববর্তী ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে একটি নতুন ওভার শুরু করবে বলে আশা করা হচ্ছে। একটি ইলেকট্রনিক ঘড়ি, ৬০ থেকে শূন্য পর্যন্ত গণনা করা হবে, মাটিতে দেখা যাবে হবে, ঘড়ির চালানো শুরু  নির্ধারিত করার দায়িত্ব তৃতীয় আম্পায়ারের উপর থাকবে। পূর্ববর্তী ওভার শেষ হওয়ার নির্ধারিত ৬০ সেকেন্ডের মধ্যে তাদের পরের ওভারের প্রথম বলটি বোলিং করতে প্রস্তুত না হওয়া ফিল্ডিং দলের ব্যর্থতা দুটি সতর্কতা দেওয়া হবে। পরবর্তী দেরির প্রতি ঘটনা প্রতি পাঁচ রান জরিমানা হতে পারে। এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম রয়েছে যেমন-যদি ওভারের মধ্যে যখন নতুন ব্যাটার উইকেটে আসে, যদি একটি অফিসিয়াল পানীয় বিরতি বলা হয়, আম্পায়াররা ব্যাটার বা ফিল্ডারের আঘাতের অনফিল্ড চিকিত্সার অনুমোদন দিন, হারানো বলের সময় যে কোনও অবস্থায়  ফিল্ডিং দলের নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে এই নিয়ম বাতিল করা যেতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে, আইসিসি পুরুষদের সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচে ট্রায়াল ভিত্তিতে স্টপ ক্লক চালু করেছিল। ট্রায়ালটি এপ্রিল ২০২৪ পর্যন্ত চালানোর কথা ছিল, কিন্তু পরীক্ষাটি ইতিমধ্যেই ম্যাচগুলি সময়মতো সমাপ্তির দিকেই ফলাফল দিয়েছে। তবে এ বার আর পরীক্ষামূলক ভিত্তিতে নয়, বাধ্যতামূলক করা হচ্ছে স্টপক্লক। আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে এতদিন এই নিয়মের সুফল পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। দেখা গিয়েছে, এই নিয়মের ফলে অন্তত ২০ মিনিট সময় নষ্ট আটকানো গিয়েছে। আরও কিছুদিন এই নিয়মকে ট্রায়ালে রাখার পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ১ জুন থেকেই আইসিসি পূর্ণ সদস্য দেশের খেলায় ওডিআই এবং টি-টোয়েন্টিতে স্টপক্লক নিয়ম বাধ্যতামূলক। যা শুরু হচ্ছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এ। উল্লেখ্য, আগামী জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T20 World Cup) শুরু হবে আর তখন থেকেই বাধ্যতামূলক করা হচ্ছে স্টপ ক্লক।


Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
PM Narendra Modi | সেনার অনুষ্ঠানে যোগ দিতে শহরে প্রধানমন্ত্রী, গাড়ি থেকে হাত নেড়ে জনসংযোগ নরেন্দ্র মোদির
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
Breaking News | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
স্কুলে আসছে না পড়ুয়া! স্কুল বাঁচাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতে বলল আদালত
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo