রাজ্য

Maheshtala | অশান্তির আবহে মহেশতলার এসডিপিও-কে বদলি করলো প্রশাসন, সরানো হলো রবীন্দ্রনগরের আইসিকেও

Maheshtala | অশান্তির আবহে মহেশতলার এসডিপিও-কে বদলি করলো প্রশাসন, সরানো হলো রবীন্দ্রনগরের আইসিকেও
Key Highlights

তিন দিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা। উত্তেজনার আবহে এবার বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে।

তিন দিন আগেই রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি হয়। উত্তেজনার আবহে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে বদলি করা হলো। দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হল তাঁকে। তাঁর জায়গায় রবীন্দ্রনগর থানার দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকেও বদলি করা হলো। স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হল তাঁকে। মহেশতলার এসডিপিও হয়ে আসছেন সৈয়দ রেজাউল করিল।