দেশ

IB Director | ‘অপারেশন সিঁদুর’-র আবহে বাড়ানো হলো আইবির ডিরেক্টর তপনকুমার ডেকারের কার্যকালের মেয়াদ!

IB Director | ‘অপারেশন সিঁদুর’-র আবহে বাড়ানো হলো আইবির ডিরেক্টর তপনকুমার ডেকারের কার্যকালের মেয়াদ!
Key Highlights

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক তাঁর কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে।

বাড়ানো হলো ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ডিরেক্টর তপনকুমার ডেকারের কার্যকালের মেয়াদ। ১৯৮৮ ব্যাচের আইপিএস ডেকারের আগামী ৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক তাঁর কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই নিয়ে দ্বিতীয়বার সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ডেকার কার্যকাল বৃদ্ধি করলো স্বরাষ্ট্রমন্ত্রক। ‘অপারেশন সিঁদুর’ এর আবহে এই সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।