খেলাধুলা

Suhas Yathiraj | বিশ্বের ১ নম্বর প্যারা শাটলারের স্থান অর্জন করলেন IAS সুহাস ইয়াথিরাজ!

Suhas Yathiraj | বিশ্বের ১ নম্বর প্যারা শাটলারের স্থান অর্জন করলেন IAS সুহাস ইয়াথিরাজ!
Key Highlights

বিশ্বের ১ নম্বর প্যারা শাটলারের স্থান অর্জন করলেন সুহাস ইয়াথিরাজ (Suhas Yathiraj)। তাঁর বর্তমনে পয়েন্ট ৬০,৫২৭।

বিশ্বের ১ নম্বর  প্যারা শাটলারের স্থান অর্জন করলেন সুহাস ইয়াথিরাজ (Suhas Yathiraj)। তাঁর বর্তমনে পয়েন্ট ৬০,৫২৭। ফরাসি কিংবদন্তি লুকাস মাজুরকে পেছনে ফেলে সুহাস শীর্ষস্থান অর্জন করেছেন। অর্জুন পুরস্কার প্রাপ্ত ৪০ বছর বয়সী প্যারা শাটলার SL-4 বিভাগে রৌপ্য পদক অর্জন করেন। উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার, সুহাস ক্রীড়া কর্মজীবনের সাথে তাঁর প্রশাসনিক দায়িত্বের ভারসাম্য বজায় রেখেছেন। চলতি বছরের শুরুর দিকে, তিনি ইন্দোনেশিয়ার ফ্রেডি সেটিয়াওয়ানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন।