IAF Aircraft | সাইবার হানার শিকার ভারতীয় বায়ুসেনার এয়ারক্রাফ্ট! মায়ানমারের আকাশসীমায় ঢুকতেই GPS সিগন্যাল নষ্ট করার চেষ্টা!
Monday, April 14 2025, 1:18 pm

ত্রাণ পৌঁছে দেওয়ার সময়ে সাইবার হানার শিকার হয় ভারতীয় বায়ুসেনার এয়ারক্রাফ্ট।
২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে পরে মায়ানমার। ভূমিকম্প বিধ্বস্ত ওই দেশকে সাহায্যের হাত বাড়িয়ে অপরেশন ব্রহ্মের অধীনে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একাধিক এয়ারক্রাফ্ট পৌঁছে গিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে। কিন্তু জানা গিয়েছে, এই ত্রাণ পৌঁছে দেওয়ার সময়ে সাইবার হানার শিকার হয় ভারতীয় বায়ুসেনার এয়ারক্রাফ্ট। GPS স্পুফিং এর মাধ্যমে সেই সাইবার হামলা চালানো হয়েছিল। ২৯ মার্চ সি ১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্টেই মায়ানমারের আকাশসীমায় ঢোকার পরেই GPS সিগন্যাল নষ্ট করার চেষ্টা করে সাইবার ক্রিমিনালরা।