I-PAC Raid | আইপ্যাকের অফিসের বাইরে বিক্ষোভ, ইডি অফিসারদের লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের

Thursday, January 8 2026, 3:46 pm
I-PAC Raid | আইপ্যাকের অফিসের বাইরে বিক্ষোভ, ইডি অফিসারদের লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের
highlightKey Highlights

কড়া নিরাপত্তা বলয়ে আধিকারিকদের গাড়িতে ওঠার বন্দোবস্ত করা হয়। পরে ধীরে ধীরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।


কয়লা পাচারের পুরানো একটি মামলায় বৃহস্পতিবার সকালে আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডির দিল্লির আধিকারিকরা। তল্লাশি শুরু হয় আইপ্যাকের অফিসেও। খবর পেয়ে প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে গিয়ে কিছু ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলল ইডি। এদিন সন্ধ্যায় আইপ্যাকের অফিসের বাইরে তুমুল বিক্ষোভ তৃণমূলের। ইডির গাড়ি আটকে ‘জয় বাংলা’ স্লোগান দিলো কর্মীরা। ‘বিজেপির দালাল’, ‘চোর’ বলেও কটাক্ষ করা হলো তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File