ISL | টুর্নামেন্ট শুরুর আগেই বড়ো ঘোষণা, নাম পাল্টাচ্ছে ISL-এর! নয়া নামে কপাল খুলবে ভারতীয় ফুটবলের?
Wednesday, January 28 2026, 3:08 pm

Key Highlightsএকাধিক রিপোর্টে প্রকাশ, নাম বদল হচ্ছে আই লিগের। ২০২৫-২৬ মরশুমের এই টুর্নামেন্ট আয়োজিত হবে ইন্ডিয়ান ফুটবল লিগ নামে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতের এক নম্বর ফুটবল লিগ 'আই লিগ'। তবে নাম বদল হচ্ছে লিগের। ২০২৫-২৬ মরশুমে এই টুর্নামেন্ট আয়োজিত হবে ইন্ডিয়ান ফুটবল লিগ নামে। যদিও এ ঘোষণায় সিলমোহর দেয়নি AIFF। ইন্ডিয়ান ফুটবল লিগে অংশগ্রহণকারী দলগুলি একনজরে: ডায়মন্ড হারবার এফসি, আইজ়ল এফসি, চার্চিল ব্রাদার্স, চানমারি এফসি, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, নামধারী এফসি, রাজস্থান ইউনাইটেড, রিয়াল কাশ্মীর এফসি, শিলং লাজং এফসি এবং শ্রীনিধি ডেকান।
- Related topics -
- খেলাধুলা
- আইএসএল
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক


