R G Kar Case | প্রাণটা রক্ষা পেলেও খুশি নয় সঞ্জয় রায়! ‘বদনাম হয়ে গেলাম’ পুলিশের গাড়িতে ওঠার আগে বললেন আরজিকর কাণ্ডের দোষী
দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস।
শিয়ালদা আদালত আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। জনমত ফাঁসির দাবিতে উত্তাল থাকলেও, সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করলেও বিচারক তার দোষ প্রমাণিত বলে ঘোষণা করেন। দুটি ধারায় যাবজ্জীবন ও একটিতে আমৃত্যু কারাদণ্ডের সাথে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। আদালত থেকে বের হওয়ার সময় সঞ্জয় "বদনাম হয়ে গেলাম" বলে আক্ষেপ করেন।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- খুন