আন্তর্জাতিক

Chanchal Chowdhury | ‘নিজের দেশে ভালো আছি। নিরাপদে রয়েছি’! গৃহবন্দি হওয়ার গুজবে জল ঢাললেন খোদ অভিনেতা চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury | ‘নিজের দেশে ভালো আছি। নিরাপদে রয়েছি’! গৃহবন্দি হওয়ার গুজবে জল ঢাললেন খোদ অভিনেতা চঞ্চল চৌধুরী
highlightKey Highlights

সম্প্রতি দুই বাংলার খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করে রাখার খবর ছড়িয়ে পরে সর্বত্র।

সম্প্রতি দুই বাংলার খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করে রাখার খবর ছড়িয়ে পরে সর্বত্র। গুজব ছড়িয়েছিল, ঢাকা থেকে নিউ ইয়র্কে যাওয়ার সময় নাকি বিমান থেকে অভিনেতাকে নামিয়ে আনা হয়। এরপর তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন কি না, সেই প্রশ্নও করা হয়। এমনকি অভিনেতা চঞ্চল চৌধুরীকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও কানাঘুষো শোনা যাচ্ছিলো। তবে জল্পনায় জল ঢাললেন খোদ অভিনেতা। চঞ্চল চৌধুরী বলেন, ‘এগুলো অপপ্রচার। আমি আমার দেশে ভালো আছি। নিরাপদে রয়েছি।’ তবে এর বেশি কোনও মন্তব্য করেননি তিনি।