Hyperloop Train | ঘণ্টায় গতি ১১০০ কিলোমিটার! পেছনে ফেলবে বুলেট ট্রেনকেও! ভারতীয় রেল পরিষেবায় বিপ্লব আনবে ‘হাইপারলুপ’ ট্রেন!

Wednesday, February 26 2025, 11:30 am
highlightKey Highlights

ইতিমধ্যে রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করে ফেলেছে আআইটি মাদ্রাজ


ভারতে শীঘ্রই চালু হবে ‘হাইপারলুপ’ ট্রেন। ইতিমধ্যে রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করে ফেলেছে আআইটি মাদ্রাজ। এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে জয়পুরে পৌঁছে যাওয়া যাবে। যেখানে একটি সুপারফাস্ট ইলেক্ট্রিক ট্রেনের গতিবেগ ঘণ্টায় দেড়শো থেকে ২০০ কিলোমিটার এবং বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার। সেখানে ‘হাইপারলুপ’ট্রেনের গতি হবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার। জানা গিয়েছে, একটি লো প্রেসার টিউবের মধ্যে দিয়ে চলে এই সুপারফাস্ট ইলেক্ট্রিক ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File