Nobel Prize-Literature | চলতি বছরে সাহিত্যে নোবেল পাচ্ছেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাজ়নাহোরকাই
Thursday, October 9 2025, 2:45 pm

২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাজ়নাহোরকাই।
বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করেছেন ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাজ়নাহোরকাই। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘তাঁর মনোমুগ্ধকর এবং দূরদর্শী কাজ, যা মহাপ্রলয়ের আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনর্ব্যক্ত করে, তার জন্য তাঁকে পুরস্কৃত করা হলো।’ নোবেল কমিটি তাঁর লেখা ‘হার্শট ০৭৭৬৯’ উপন্যাসের কথা আলাদা ভাবে উল্লেখ করে বলেছে উপন্যাসটিতে হাঙ্গেরির সামাজিক অস্থিরতা নির্ভুল ভাবে ধরা পড়েছে। কমিটির মতে এটি একটি ‘দুর্দান্ত সমসাময়িক জার্মান উপন্যাস’।
- Related topics -
- আন্তর্জাতিক
- নোবেল পুরস্কার
- সাহিত্যিক
- সাহিত্য
- লেখক