Bangladesh Anti Quota Protest । সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলিগের সদস্যদের সংঘর্ষ! রণক্ষেত্রে আহত শতাধিক!
Tuesday, July 16 2024, 10:48 am
Key Highlightsসরকারের বিরুদ্ধে পথে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। এই পরিস্থিতে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলিগের সদস্যদের ঝামেলা রণক্ষেত্রে রূপ নেয়।
সরকারের বিরুদ্ধে পথে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। এই পরিস্থিতে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলিগের সদস্যদের ঝামেলা রণক্ষেত্রে রূপ নেয়। দুই দলের মধ্যে সংঘর্ষে আহত হয় শতাধিক। জানা গিয়েছে, সকলের চিকিৎসা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত শিক্ষার্থীদের মধ্যে অনেক ছাত্রীও রয়েছেন। অভিযোগ, আন্দোলনকারীদের উপর লাঠিসোঁটা ও দা দিয়ে হামলা চালায় ছাত্রলিগ কর্মীরা। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
- Related topics -
- বাংলাদেশ
- বিক্ষোভ
- ছাত্র সংঘর্ষ

