Virus Missing | অস্ট্রেলিয়ার ল্যাব থেকে হারিয়ে গেলো শয়ে শয়ে মারাত্মক ভাইরাস! ফের কি বিশ্বে ছড়াবে মহামারী?

Wednesday, December 11 2024, 1:28 pm
highlightKey Highlights

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক পাবলিক হেলথ ভাইরোলজি ল্যাবরেটরি থেকে হারিয়ে গেল শয়ে শয়ে মারাত্মক ভাইরাস!


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক পাবলিক হেলথ ভাইরোলজি ল্যাবরেটরি থেকে হারিয়ে গেল শয়ে শয়ে মারাত্মক ভাইরাস! তাহলে কি বিশ্বে ফের পড়তে চলেছে মারণ ভাইরাসের প্রভাব? কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে, সেখানকার এক গবেষণাগার থেকে হেন্ড্রা ভাইরাস, লাইসাভাইরাস এবং হন্টাভাইরাস সহ বেশ কয়েকটি সংক্রামক ভাইরাসের ৩২৩টি শিশি হারিয়ে গিয়েছে। যদিও ২০২৩ সালের অগস্টে ওই ভাইরাস নমুনাগুলি হারিয়ে গিয়েছিল। পাশাপাশি ভাইরাসের নমুনাগুলি চুরি করা হয়েছে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File