Salmonella Infection | সালমোনেলা সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক! কাঁচা টমেটো খাওয়া নিয়ে জারি হলো সতর্কতা!

UK Health Security Agency জানিয়েছে, কাঁচা টমেটো থেকে রোগীদের সালমোনেলা সংক্রমণ হয়েছে।
কাঁচা টমেটো খাওয়া নিয়ে সতর্ক করলেন ব্রিটেনের স্বাস্থ্য আধিকারিকরা। UK Health Security Agency জানিয়েছে, কাঁচা টমেটো থেকে রোগীদের সালমোনেলা সংক্রমণ হয়েছে। হাসপাতালে ভর্তি শতাধিক। সালমোনেলা ব্লকলির দু’টি বিরল প্রজাতি S. Blockley এবং Salmonella Strathcona থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে। এর মধ্যে Salmonella Strathcona সবচেয়ে মারাত্মক। এই ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধলে এবং তা গুরুতর রূপ নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এতে শরীরে জলশূন্যতাও দেখা দেয়। মূলত শিশু এবং বয়স্কদের মধ্যে গুরুতর হয়ে উঠতে পারে এই সংক্রমণ।
- Related topics -
- আন্তর্জাতিক
- স্বাস্থ্য
- খাদ্য
- লাইফস্টাইল
- ব্রিটেন