Humayun Kabir | ‘ বাবরি মসজিদ’ গড়তে হুমায়ূনকে ১১টি টাকা ভর্তি ট্রাঙ্ক! টাকা এলো QR কোডেও!

Monday, December 8 2025, 8:23 am
highlightKey Highlights

৬ ডিসেম্বর বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে হুমায়ুনের হুঙ্কার ছিল, ‘টাকার অভাব হবে না’।


নিজের দাবিকেই সত্যি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে হুমায়ুনের হুঙ্কার ছিল, ‘টাকার অভাব হবে না’। সেই মতোই মসজিদ তৈরির জন্য একাধিক ট্রাঙ্ক এবং বস্তায় জমা পড়েছে অনুদান। ১১টি ট্রাঙ্কের মধ্যে রবিবার পর্যন্ত চারটি ট্রাঙ্ক এবং একটি বস্তা খোলা হয়। রবিবার রাত ১২টা পর্যন্ত প্রায় ৩৮ লক্ষ টাকা গোনা হয়। সোমবার গণনা ফের চালু হলে আরও বাড়বে টাকার অঙ্ক, প্রত্যয়ী হুমায়ুন। তবে শুধু নগদে নয়, QR কোড স্ক্যান করেও টাকা জমা দিয়েছেন অনেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File