Kolkata Jam | মিছিল-সমাবেশে অবরুদ্ধ গোটা কলকাতা! পথে নেমেছেন চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি বিরোধী সংখ্যালঘুরা!

একদিকে চাকরিহারা শিক্ষকদের মিছিল, অন্যদিকে নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশ। ব্যাপক যানজট শহর জুড়ে।
একদিকে চাকরিহারা শিক্ষকদের মিছিল, অন্যদিকে নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশ। ব্যাপক যানজট শহর জুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্য কলকাতায়। চাকরি বাতিলের পাশাপাশি কসবা কাণ্ডের বিরুদ্ধে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন SSCর চাকরিহারারা। যার জেরে শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ। অন্যদিকে, মৌলালির কাছে রামলীলা ময়দানে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় কাতারে কাতারে সংখ্যালঘু মানুষজন সমাবেশ করেন। যানজট তৈরি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে।
- Related topics -
- শহর কলকাতা
- এসএসসি
- শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- ওয়াকফ বিল
- বিক্ষোভ