নেট বিভ্রাট বিশ্বজুড়ে, একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ডাউন

Wednesday, June 16 2021, 2:47 pm
highlightKey Highlights

ইন্টারনেট বিভ্রাটের জেরে বিশ্বজুড়ে ডাউন একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবাসাইট। সরকারি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল গুলির ওয়েবসাইটও খুলতে গেলে সমস্যায় পড়ছে ব্যাবহারকারীরা। ওয়েবসাইট গুলি খুলতে গেলেই তা 503 Unavailable দেখাচ্ছে। ওভারলোডিংয়ের জন্যই সাধারণত এই সমস্যাটি হয় তবে জানা যাচ্ছে আমেরিকান ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারে সমস্যার জেরেই এই সমস্যার সৃষ্টি । ডাউন হয়ে গিয়েছে Financial Times, The Guardian, The New York Times ও Bloomberg News সহ একাধিক মিডিয়ার ওয়েবসাইট। এমনকি ই-কমার্স সংস্থা আমাজনের ওয়েবসাইটও ডাউন হয়ে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File