পৃথিবীর কান ঘেঁষে বেরোবে এক বিরাট গ্রহাণু, পৃথিবীবাসী এক রোমঞ্চকর ঘটনার সাক্ষী হতে চলেছে !

Saturday, November 28 2020, 8:38 am
highlightKey Highlights

সোমবার পৃথিবী এক মহাজাগতিক রোমঞ্চকর ঘটনার সাক্ষী হতে চলেছে। নাসার সূত্রে খবর, দুবাইয়ের বুর্জ খলিফার আকারের এক গ্রহাণু পৃথিবী থেকে ৪,৩০২,৭৭৫ কিমি দূর দিয়ে প্রায় পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে। যার গতিবেগ হবে ঘন্টায় ৯০,১২৪ কিমি এবং আকার, ১২,০০০ থেকে ২৫,৭০০ ফুটের মধ্যে ও ব্যাস প্রায় ২,৬৯০ ফুট। এটির বৈজ্ঞানিক নাম হল ‘১৫৩২০১ ২০০০ ডব্লু ও ১০৭’ । নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হওয়ার সময় এই ধরণের গ্রহাণুর সৃষ্টি হয়েছিল, এক্ষেত্রে নাসা স্পষ্ট করে জানিয়েছে বিপদের আশঙ্কা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File