দেশ

Justice Yashwant Verma | বিচারপতি যশবন্ত ভার্মার বাংলো থেকে উদ্ধার বিপুল পরিমাণের অর্থ! ঘটনায় হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট!

Justice Yashwant Verma | বিচারপতি যশবন্ত ভার্মার বাংলো থেকে উদ্ধার বিপুল পরিমাণের অর্থ! ঘটনায় হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট!
Key Highlights

সম্প্রতি বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাংলোয় লাগা আগুন নেভাতে গিয়ে সেখানকার একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন দমকলের কর্মীরা।

যে রক্ষক সেই ভক্ষক? দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো বিপুল পরিমাণে অর্থ উদ্ধারের পর এমনই প্রশ্ন উঠছে। সম্প্রতি বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাংলোয় লাগা আগুন নেভাতে গিয়ে সেখানকার একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন দমকলের কর্মীরা। এরপরই এই ঘটনায় হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। এই ঘটনায় ইন হাউস অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করল শীর্ষ আদালত। সূত্রের খবর, টাকা উদ্ধারের ঘটনায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায়ের কাছে রিপোর্টও তলব করা হয়েছে।