সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনার ১২টি ছবির নীচে ২.৬৫ কেজি কোকেন পাচারের চেষ্টা।
Saturday, January 2 2021, 9:17 am
Key Highlightsইস্তানবুল বিমানবন্দরে ধরা পড়ল ২.৬৫ কেজি কোকেন। সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনার ১২টি ছবির নীচে লুকিয়ে পাচার করার চেষ্টা বিফল করলেন বিমানবন্দর কর্মীরা। ভারতীয় মুদ্রায় উদ্ধার করা কোকেনের মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ। বুধবার ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান ইস্তানবুল আসেন কলোম্বিয়া থেকে। তাঁর সঙ্গে ছিল মারাদোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই তিনি কোকেন পাচার করার চেষ্টা করছিলেন। জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে বিমানবন্দরের এক্স রে মেশিনে। এর পরেই পুলিশ কুকুররা সতর্ক করে বিমানকর্মীদের।