Air Pollution | দিল্লির মতোই হাওড়ার পরিস্থিতি! বেশ কিছু এলাকায় বাতাসের গুণমান ‘খারাপ’ বলে জানালো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
কলকাতার থেকেও ‘বাতাস খারাপ’ হাওড়ায়। বেলুড় মঠ, ঘুসুড়ি এবং পদ্মপুকুর এলাকার বাতাসের গুণমান ‘খারাপ’।
রাজধানী দিল্লির বায়ুর গুণগত মান পৌঁছেছে ভয়ানক মাত্রায়। সেখানে AQI ৫০০ ছুঁইছুঁই। কার্যত দিল্লির বায়ু এখন 'বিষে' পরিণত হয়েছে। তবে কলকাতার বায়ুর মানও যে অত্যন্ত ভালো তা কিন্তু নয়। মঙ্গলবার সকালে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্সের আশেপাশের বাতাস ‘খারাপ’। তবে কলকাতার থেকেও ‘বাতাস খারাপ’ হাওড়ায়। বেলুড় মঠ, ঘুসুড়ি এবং পদ্মপুকুর এলাকার বাতাসের গুণমান ‘খারাপ’।
- Related topics -
- হাওড়া জেলা
- শহর কলকাতা
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ