Howrah | প্রবীণ নাগরিকদের জন্য ‘আশ্বাস’ স্কিম চালু হাওড়া গ্রামীণ পুলিশের, একটা কল করলেই পাবেন সাহায্য

Saturday, November 22 2025, 4:38 pm
highlightKey Highlights

মধ্যরাত হোক বা ভরদুপুর, প্রবীণ নাগরিকরা যদি কোনও রকম সমস্যায় পড়েন, হেল্পলাইন নম্বরে ফোন করলেই পাশে পাবেন উর্দিধারীদের।


মধ্যরাত হোক বা ভরদুপুর, প্রবীণ নাগরিকদের সাহায্য করতে নতুন কর্মসূচি শুরু করল হাওড়া গ্রামীণ পুলিশ। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আশ্বাস’। চুরি, ডাকাতির ঘটনা কিংবা প্রবীণ নাগরিকেরা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তবে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই ছুটে আসবে উর্দিপরা পুলিশ। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সবটাই করবেন উর্দিধারীরা। নম্বরটি হলো: 8981004240। ১৬ নম্বর জাতীয় সড়কে কুলগাছিয়ায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মসূচির উদ্বোধন করলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File