Howrah Ranchi Vande Bharat | প্যান্টোগ্রাফের সমস্যার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে রইলো হাওড়া-রাঁচি বন্দে ভারত!

Friday, March 28 2025, 2:50 pm
Howrah Ranchi Vande Bharat | প্যান্টোগ্রাফের সমস্যার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে রইলো হাওড়া-রাঁচি বন্দে ভারত!
highlightKey Highlights

প্যান্টোগ্রাফের সমস্যার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে রইল হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।


প্যান্টোগ্রাফের সমস্যার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে রইল হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ২টো ৩৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে ওই ট্রেনটি। কিন্তু হাওড়া স্টেশনের বাইরেই দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেসটি। বন্ধ হয়ে যায় কামরার এসি মেশিনগুলো। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ বিভা গজানায়, প্যান্টেগ্রাফের সাহায্যেই ওভারহেড তার থেকে ট্রেন বিদ্যুৎ পায়। সেই প্যান্টোগ্রাফে গোলমাল হওয়ার কারণেই ট্রেনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষমেশ প্রায় দু’ঘণ্টা পরে ট্রেনটি রাঁচির দিকে ফের রওনা দেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File