শহর কলকাতা

Kolkata Metro News | মার্চেই গড়াবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রোর চাকা?একসঙ্গে তিনটি কলকাতা মেট্রো লাইন উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী!

Kolkata Metro News | মার্চেই গড়াবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রোর চাকা?একসঙ্গে তিনটি কলকাতা মেট্রো লাইন উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী!
Key Highlights

৬ই মার্চ ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গঙ্গার নীচ থেকে কবে মেট্রো চেপে সাধারণ জনগণ যাতায়াত করতে পারবে সেই আশায় বসে রয়েছে গোটা কলকাতা। দেশে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো চলবে  ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) রুটে। ফলে কেবল কলকাতাবাসীরই নয়, এদিকে নজর গোটা ভারতেরই। এরই মধ্যে সম্প্রতি কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) আরও বাড়িয়ে তুলেছে উৎসাহ। সূত্রের খবর, আগামী ৬ই মার্চ পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর সেদিনই কলকাতার তিনটি মেট্রো লাইনের নয়া অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মহলের ধারণা, সেদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান (Howrah Maidan)থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশের উদ্বোধন হবে।

গঙ্গার নীচ দিয়ে কবে মেট্রো চেপে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ?

 রাজ্য বিজেপি সূত্রে খবর, ৬ মার্চ পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেই সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি আছে তাঁর। তারইমধ্যে তিনটি নয়া কলকাতা মেট্রো লাইন (Kolkata Metro Line) এর উদ্বোধন করতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। মহলের বক্তব্য, একাধিকবার ‘ডেডলাইন’ পিছিয়ে গেলেও লোকসভা ভোটের আগেই  ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশের উদ্বোধন দিতে মরিয়া কেন্দ্রীয় সরকার। আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেলে সেটা আর সম্ভব হবে না। তাই ৬ই মার্চই সম্ভবত মোদীর হাত ধরে হাওড়া-এসপ্ল্যানেড, নিউ গড়িয়া-রুবি এব তারাতলা-মাঝেরহাট মেট্রোর যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

সূত্রের খবর, ইতিমধ্যেই ৬ ই মার্চের জন্য শুরু হয়েছে প্রস্তুতি। হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan Metro) স্টেশন থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট রুটের সমস্ত স্টেশন পরিদর্শন করা হচ্ছে। যাতে কোনও বিষয়ে সামান্যতম খামতি না থাকে, সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনার অব রেলওয়ে সেফটি হাওড়া ময়দান (HowrahMaidan) থেকে এসপ্ল্যানেড এই রুটে মেট্রো চালু করার জন্য ছাড়পত্র দিয়েছে। এছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে মেট্রো রুটটি রয়েছে তাও এক বছর ধরে তৈরি হয়ে রয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুটটিতে মেট্রো যাতায়াতের জন্য দেওয়া হয় অনুমতি। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট যে স্টেশন সম্প্রসারিত হয়েছিল তা চালু করার জন্য এর আগেই পাওয়া গিয়েছিল সবুজ সংকেত। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথে যাত্রী পরিবহণের জন্য সম্প্রতি রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র এসেছে। ওই পথে মেট্রো চলাচল শুরু হতে চলায় রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের বিশেষ প্রয়োজন ছিল। নতুন মেট্রোপথের কারণে কবি সুভাষ ইয়ার্ডে চালু হচ্ছে সেই আধুনিক কারশেড। ফলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ-এই তিনটি রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ৬ মার্চ তিনি এসপ্ল্যানেড মেট্রোতে পৌঁছবেন। তারপর সেখান থেকে মেট্রোয় করে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে যাবেন। যদিও কলকাতা মেট্রোর খবর (KolkataMetroNews), এই বিষয় সম্পৰ্কে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

৬ই মার্চ তিনটি কলকাতা মেট্রো লাইন (Kolkata Metro Line) উদ্বোধনের বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তবে সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই উদ্বোধন ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এমনিতে ইতিমধ্যে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার ছাড়পত্র দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। মাঝেরহাট মেট্রো এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে পরিদর্শনের পরে কয়েকটি পরামর্শ দিয়েছেন। সেইমতো পদক্ষেপ করেছে মেট্রো কর্তৃপক্ষ।


Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
Tripura-Bangladesh | হোটেল ও ফুড আউটলেটে পরিষেবা নয়! বাংলাদেশিদের জন্য দরজা 'বন্ধ' করলো ত্রিপুরা
Champions Trophy | অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটতে চলেছে জট! ঠিক হলো ভারত পাকিস্তান মহারণের দিনক্ষণও
2nd Hoogly Bridge । ডিসেম্বরের শহরে প্রথমদিনই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যাওয়া আসা করবেন কোন পথে?
Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন‌‌ এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo