প্রতারণা

GPay, PhonePe, Paytm-এ প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকরা! সুরক্ষিত থাকতে মেনে চলুন ব্যাঙ্কের পরামর্শ

GPay, PhonePe, Paytm-এ প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকরা! সুরক্ষিত থাকতে মেনে চলুন ব্যাঙ্কের পরামর্শ
Key Highlights

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে কী ভাবে অ্যাপ ব্যবহার করলে আপনি সুরক্ষিত থাকবেন? খুব সাধারণ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন।

প্রতিদিন ট্রানজ়াকশনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতারকরাও এখন বিভিন্ন UPI পেমেন্ট অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতছে। ফলে একটু অসতর্ক হলেই বিপদ। ফোন থেকে খোয়া যাবে হাজার বা লক্ষাধিক টাকা। কিন্তু একটু সচেতন হলেই বাঁচা সম্ভব। আপনার ধারেকাছে আসতে পারবে না প্রতারকরা। সেবিষয়ে একাধিক পরামর্শ দিয়েছে State Bank of India। আপনিও জেনে নিন সেই পরামর্শগুলি।

​কোন কোন অ্যাপে প্রতারণার অভিযোগ বেশি? জানুন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে

এমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে বাজারে যত অ্যাপ রয়েছে সব অ্যাপেই রয়েছে প্রতারকরা। একটু অসতর্ক হলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে এক মুহূর্তও সময় নেবে না তারা। তাই আগে থেকেই সচেতন হওয়া দরকার। কারণ একবার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হলে তা ফিরিয়ে আনা বেশ কঠিন বিষয়। অনেক ক্ষেত্রে তা নাও পাওয়া যেতে পারে।

একাধিক অ্যাপের মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় Gpay, Paytm, PhonePe অ্যাপগুলি। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের তরফেও বর্তামানে একাধিক পেমেন্ট অ্যাপ বাজারে নিয়ে আসা হয়েছে। এবার জেনে নিন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে।