কাজল পড়লেই স্মাজ পরে যায়? কি করবেন আপনি? চলুন জানা যাক
Saturday, April 24 2021, 6:41 am
Key Highlightsএকটা ছোট টিপ, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই নারীরা হয়ে ওঠেন তনয়া। কিন্তু দেখা যায় কাজল পরার কিছু সময় পর তা ঘেটে যায় বা স্মাজ পরে যায়। এবার জানা যাক একটা ম্যাজিক স্ট্রোক। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধোঁয়ার পর ভালোভাবে মুখটা শুকিয়ে নিতে হবে। এরপর চোখের তলায় কাজল লাগাতে হবে, তবে তা ঘষলে চলবে না। এরপর ফেস পাউডার, যাতে মুখে এক্সট্রা ক্রিমিভাব না থাকে। সবশেষে সম্ভব হলে একটা টিস্যুকে ভিজিয়ে সেটা কাজলের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে নিতে হবে; তাহলেই কেল্লাফতে।