দেশ

Starlink Internet | স্টারলিঙ্কের ইন্টারনেট কানেকশন নিতে কত খসবে পকেট থেকে? জেনে নিন

Starlink Internet | স্টারলিঙ্কের ইন্টারনেট কানেকশন নিতে কত খসবে পকেট থেকে? জেনে নিন
Key Highlights

আগামী ২ মাসের মধ্যেই এই দেশের পরিষেবা শুরু করতে পারে এই সংস্থা, জানা গিয়েছে এমনটাই।

ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ছাড়পত্র পেয়েছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। দু'মাসের মধ্যে দেশে পৌঁছবে ৫০ থেকে ২৫০ এমবিপিএসের ইন্টারনেট কানেকশন। স্টারলিঙ্কের ইন্টারনেট কানেকশন নিতে গেলে কত খরচ পড়বে আপনার? তথ্য বলছে, স্টারলিঙ্কের স্ট্যান্ডার্ড কিটের দাম মাত্র ৩৯৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা)। কিটে থাকবে অ্যান্টেনা, স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার অ্যাডাপ্টারের মতো চিরাচরিত জিনিসপত্র। আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট চালু রাখতে মাসে ৩০০০ থেকে ৪০০০ টাকা খসবে।