Indian Railway | দৈনিক কত টাকা আয় করে ভারতীয় রেল? অংকটা দেখলে ঘুরবে মাথা!
Friday, April 11 2025, 5:16 am

যাত্রী পরিষেবা ও পণ্য পরিবহন পরিষেবা প্রদান করে রেল দুখাতে আয় করে থাকে। এর মধ্যে মূলত ব্রড গেজ ও ন্যারো গেজেই রেল সর্বাধিক পরিষেবা দিয়ে থাকে।
ভারতে পরিবহণের বড় মাধ্যম হলো রেল। প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেল পরিষেবা ব্যবহার করেন। তাহলে দৈনিক কত আয় করে রেল কর্তৃপক্ষ? যাত্রী পরিষেবা ও পণ্য পরিবহন পরিষেবা প্রদান করে রেল দুখাতে আয় করে থাকে। এর মধ্যে মূলত ব্রড গেজ ও ন্যারো গেজেই রেল সর্বাধিক পরিষেবা দিয়ে থাকে। আর তার ভিত্তিতেই রেলের বাৎসরিক মোট রেভেনিউ বা আয় নির্ধারণ করা হয়। তথ্য বলছে, ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষে ভারতীয় রেলে এই দুই গজ থেকে মোট আয় হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৩৬৬ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকা। অর্থাৎ দৈনিক গড় আয় প্রায় ৭০০ কোটি টাকা।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য